ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কানাডার সংসদে গুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
কানাডার সংসদে গুলি, আহত সেনাসদস্যের মৃত্যু

ঢাকা: কানাডার রাজধানী অটোয়াতে দেশটির পার্লামেন্টের সামনে ওয়ার মেমোরিয়ালে  এক বন্দুকধারীর হামলায় গুলিবিদ্ধ সেনাসদস্য মারা গেছেন।

এদিকে, এ ঘটনায় ঘটনাস্থলসহ শহরের কিছু অংশ অবরুদ্ধ করে রেখেছে পুলিশ।

এছাড়া সন্দেহভাজনদের বিষয়ে অভিযান শুরু করেছে তারা।

বুধবার এক সংবাদ সম্মেলনে পুলিশ এ তথ্য জানায়।

এর আগে স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক বন্দুকধারী ওই সেনাসদস্যকে পার্লামেন্টের বাইরে গুলি করে ও ভেতরে ঢুকে হামলা চালায়। পরে দ্রুত ওই সেনাসদস্যকে পার্লামেন্ট হিলের একটি হাসপাতালে নেওয়া হয়।

এ সময় নিরাপত্তা রক্ষী পুলিশের পাল্টা প্রতিরোধে গুলিবিদ্ধ হয়ে মারা যায় হামলাকারী।

এ মাসের শুরুতে কানাডা ঘোষণা দেয় তারা সিরিয়ায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে লড়াই করবে। তবে এ হামলায় আইএসের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা জানা যায়নি।

** কানাডার সংসদে গুলি, সেনা সদস্য গুলিবিদ্ধ
 
বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪




বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।