ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানের সঙ্গে সামরিক মৈত্রী গড়তে চায় চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪
ইরানের সঙ্গে সামরিক মৈত্রী গড়তে চায় চীন

ঢাকা: ইরানের সঙ্গে সামরিক মৈত্রী গড়তে চায় চীন। চীনের প্রতিরক্ষামন্ত্রী ইরানের নৌবাহিনীর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন।



সংবাদমাধ্যম জানায়, ইরানের পারমাণবিক শক্তি অর্জন নিয়ে মতপার্থক্য থাকলেও বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়।

এ বিষয়ে চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ওয়ানকুয়ান ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল হাবিবল্লাহ সায়ারিকে বলেন, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে খুব ভালো সম্পর্ক বিদ্যমান। বিগত কয়েক বছরে উভয় দেশের প্রতিনিধি দল একে অপরের দেশ পরিদর্শন করেছে।

তিনি বলেন, দুই দেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ উভয় দেশ ঘুরে এসেছে।

চীনের প্রতিরক্ষামন্ত্রী চ্যাং ইরানের প্রতিনিধি দলকে বলেন, চীন ইরানের সঙ্গে বন্ধুত্ব আরো সুদৃঢ় করতে চায় এবং আগামীতে দুই দেশের মধ্যে সামরিক বন্ধন আরো অটুট হবে।

অপরদিকে, ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়াল অ্যাডমিরাল সায়ারি চীনের সংবাদ সংস্থা জিনহুয়াকে বলেন, চীন ও ইরানের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো দৃঢ় করার বিষয়ে আলোচনা হয়েছে। বিশেষত, আগামীতে দুই দেশের নৌবাহিনীর পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় দৈনিক পিপলস লিবারেশন আর্মি জানায়, ইরানের  নৌবাহিনীর প্রতিনিধি দল চীনের সাবমেরিন পরিদর্শন করেন এবং এর সক্ষমতা সম্পর্কে ধারণা নেন।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।