ঢাকা: বাল্টিক সাগরে রাশিয়ান একটি প্লেন আটকে দিয়েছে ন্যাটো জেট। ভূ-মধ্যসাগরীয় অঞ্চলটিতে উত্তেজনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ন্যাটো এ কাজ করেছে বলে জোটের পক্ষ থেকে বলা হয়।
ন্যাটো জানায়, মঙ্গলবার ইলুশিন-২০ প্লেনটি রাশিয়ান বাল্টিক উপকূল থেকে উড্ডয়ন করে এবং ডেনমার্কের দিকে যাওয়ার সময় ড্যানিশ এফ-২৬ জেট প্রতিরোধ করে। রাশিয়ান প্লেনটি সুইডেনের দিকে যেতে চেয়েছিল বলেও ন্যাটোর দাবি।
কিন্তু রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, প্লেনটি প্রশিক্ষণ যুদ্ধে ছিল এবং এস্তোনিয়ার আকাশে প্রবেশ করেনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, সামরিক প্লেনটি কালিনিনগ্রাডের খ্রাব্রোভো বিমান ঘাঁটি থেকে বাল্টিক মহাসাগরের ‘নিরপেক্ষ জলরাশি’র ওপর দিয়ে উড়েছে।
সম্প্রতি অঞ্চলটিতে রাশিয়া বেশ কয়েকবার সীমান্ত আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ উঠে।
এদিকে এস্তোনিয়া রাশিয়ার রাষ্ট্রদূতের বিরুদ্ধে সমন জারি করে। বুধবার এস্তোনিয়ার মহাকাশে এক মিনিটের জন্য রাশিয়ার ইলুশিন-২০ প্লেন প্রবেশ করে এমন অভিযোগ সমন জারি করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪