ঢাকা: ‘ব্যবস্থাপনাগত ত্রুটি‘তে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়াগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ফিরে গেছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে উড়োজাহাজটি ব্রাসেলস থেকে ফিলাডেলফিয়ার উদ্দেশে রওয়ানা দিয়েও ফের ব্রাসেলসেই অবতরণ করে বলে জানান আমেরিকান এয়ারলাইন্সের মুখপাত্র।
থমাস হেন্ডারসন নামে এয়ারলাইন্সের ওই মুখপাত্র বলেন, ব্যবস্থাপনাগত ঝামেলার কারণে পাইলট ব্রাসেলসে অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন। সম্ভবত ফ্লাইটি বাতিল হয়েছে।
সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্রাসেলস বিমানবন্দর থেকে উড্ডয়নের পর আটলান্টিক মহাসাগর দিয়ে প্রায় ১০০ মাইল অতিক্রম করে এলেও ইউএস৭৫১/এডব্লিউডই৭৫১ নামে ফ্লাইটটি ফের ব্রাসেলসেই নেমে গেছে।
বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৪