ঢাকা: মানবতাবিরোধী অপরাধী গোলাম আযম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা মাথায় নিয়ে মারা গেছেন। জামায়াতের শীর্ষ এই যুদ্ধাপরাধীর মৃত্যু নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম সরব ছিল।
বিবিসি অনলাইন জানায়, বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক পার্টি জামায়াতে ইসলামীর বিতর্কিত সাবেক নেতা গোলাম আযম ৯১ বছর বয়সে মারা গেছেন। ঢাকার হাসপাতালের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, সাবেক এই জামায়াতের আমির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বৃহস্পতিবার রাতে মারা যান।
এছাড়া ৭১’র স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের কারণে গত বছর তাকে ৯০ বছর সাজা দেওয়া হয় বলেও খবরে বলা হয়।
রয়টার্সের খবর, যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক নেতা মারা গেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকের বরাত দিয়ে বলা হয়, ৯২ বছর বয়সে গোলাম আযম ‘কার্ডিয়াক ফেইল্যুর’র কারণে মারা গেছেন।
যুক্তরাষ্ট্রের ফক্স নিউজের শিরোনাম, ‘হার্ট অ্যাটাকে’ বাংলাদেশের যুদ্ধাপরাধী ও সাবেক জামায়াত নেতার মৃত্যু।
ডেইলি মেইলের খবর, বাংলাদেশের যুদ্ধাপরাধী ইসলামিক নেতার মৃত্যু।
এবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, যুদ্ধাপরাধী জামায়াতের সাবেক যে নেতার রায়কে কেন্দ্র করে গতবছর সংঘর্ষ হয়েছিল, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।
মধ্যপ্রাচ্যের আরব নিউজ এক খবরে জানায়, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে গণহত্যার মূলহোতা মারা গেছেন। ৯১ বছর বয়সী গোলাম আযমকে গতবছর ৯০ বছরের সাজা দেওয়া হয়।
এছাড়া খবর এসেছে বিজনেস ইনসাইডার, দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, গ্লোবাল পোস্টসহ অনেক সংবাদ মাধ্যমে।
বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪