ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএসের ওপর ১৭০০ বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪
আইএসের ওপর ১৭০০ বোমা হামলা

ঢাকা: ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এক হাজার ৭০০টির বেশি বোমা ফেলেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বরাত দিয়ে শুক্রবার আল-জাজিরা ও এনডিটিভি এ কথা জানায়।



বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, আইএস জঙ্গিদের বিরুদ্ধে ‘অপারেশন ইনহিয়ারেন্ট রিজলভ’ নামে পরিচালিত অভিযানে প্রায় ৬ হাজার ৬০০ বার প্লেন হামলার জন্য উড়ে যায়। ১ হাজার সাতশ’র বেশি বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের সিরিয়া ও ইরাক হামলার একমাস পর এই তথ্য প্রকাশ করা হলো। আইএস জঙ্গিদের এগিয়ে আসার প্রেক্ষিতে সম্প্রতি মার্কিন জোট হামলার পরিসর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেয়।

তবে বিমার হামলার সাফল্য নিয়ে বিতর্ক রয়েছে। হোয়াইট হাউজ বলছে, হামলায় আইসএস নির্মূল হচ্ছে। অন্যদিকে সমালোচকরা বলছেন, অভিযান সত্ত্বেও জঙ্গিরা টিকে আছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।