ঢাকা: কানাডার অটোয়ায় পার্লামেন্ট ভবনে হামলার সঙ্গে ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সম্পৃক্ততা পাওয়া যায়নি।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার বিবিসিকে একথা জানান।
বুধবার পার্লামেন্ট ভবনে হামলার আগে বিবু ওয়ার মেমোরিয়ালে এক সেনা সদস্যকে গুলি করে হত্যা করেন। পরে অবশ্য তিনিও গুলিতে মারা যান।
এই নিয়ে অটোয়া পুলিশ একটি ভিডিও প্রকাশ করেছে।
বিবিসির সঙ্গে সাক্ষাতকারে বেয়ার্ড বলেন, ইসলামিক স্টেটের সঙ্গে বিবুর যোগসাজশ রয়েছে এমন তথ্যে আমাদের হাতে নেই। বিবু যা করেছেন এর চেয়েও বেশি ক্ষতি তিনি করতে পারতেন।
তবে তিনি যেসব কানাডিয়ানরা ইরাক ও সিরিয়ায় যুদ্ধ করতে গেছেন তাদের জন্য গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
মাসখানেক আগে শতাধিক কানাডিয়ান মধ্যপ্রাচ্যে জিহাদের জন্য গেছেন বলে খবর ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪