ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

মালিতে প্রথম ইবোলা রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৯, অক্টোবর ২৪, ২০১৪
মালিতে প্রথম ইবোলা রোগী শনাক্ত

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ইবোলা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়েছে। এছাড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে ৪৩ জনকে।



শনাক্ত হওয়া ওই রোগী দু’বছরের একটি শিশু বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সম্প্রতি সে দাদীর সঙ্গে পাশ্ববর্তী গিনিতে ভ্রমণে যায়।

ভাইরাসটি বিস্তার রোধে দেশটিতে বেশ কয়েকজন বিশেষজ্ঞ পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

এছাড়া ভাইরাসটি প্রতিরোধে ২০১৫ সালের মাঝামাঝি নাগাদ দুই লাখ ইবোলা প্রতিষেধক তৈরি হবে বলে আশা করছে হু।

এদিকে, ক্রেগার স্পেন্সার নামে এক মার্কিন চিকিৎসক ইবোলায় আক্রান্ত হয়েছেন। গিনিতে দাতব্য সংস্থা মেডিসিন স্যানস ফ্রন্টিয়ারস (এমএসএফ) হয়ে ইবোলা রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

স্পেনসার নিউইয়র্কের প্রথম ও যুক্তরাষ্ট্রের চতুর্থ ইবোলা আক্রান্ত ব্যক্তি।

পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়া, সিয়েরা লিওন ও গিনিতে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত চার হাজার নয়শ’র বেশি মানুষের প্রাণহানি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।