ঢাকা: মিশরের উত্তর সিনাই প্রদেশে সেনাবাহিনীর এক তল্লাশি কেন্দ্রে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সে দেশের সরকারি গণমাধ্যম জানিয়েছে। এ হামলায় কমপক্ষে ২৬ জন নিহত ও ২৮ জন আহত হয়েছে।
শুক্রবার বিকেলে কার্ম আল কাওয়াদিস অঞ্চলে এ বিস্ফোরণ ঘটে।
সূত্রগুলো জানিয়েছে, এটা আত্মঘাতি বোমা হামলা।
তবে অনেকের দাবি সেখানে রকেট বোমা এবং মর্টার বোমা বিস্ফোরণ হয়েছে। আহতদের অবস্থা খুবই সংকটজনক বলে সে গণমাধ্যমগুলো জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা তারেক কাদের জানিয়েছেন, আহতদের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং সবাইকে এখনও হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি।
উত্তরা সিনাই প্রদেশের চিকিৎসক সিন্ডিকেট জানিয়েছে, ঘটনাস্থলে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছৈ এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ-এল-সিসি এ বোমা বিস্ফোরণের কারণে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের জরুরী সভা আহ্বান করেছেন।
সাবেক প্রেসিডেন্ট মুরসির কাছ থেকে ক্ষমতা নেওয়ার পর সিসির শাসনামলে এটির সবচেয়ে বড় হতাহতের ঘটনা। সিসি ক্ষমতা নেওয়ার পর সাবেক প্রেসিডেন্ট মুরসির রাজনৈতিক দল মুসলিম ব্রাদারহুডকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছিল।
বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, আক্টোবর ২৪, ২০১৪