ঢাকা: অস্ট্রিয়ার ফেলিক্স বমগার্টনারের রেকর্ড ভেঙে স্কাইডাইভে নতুন রেকর্ড গড়লেন অ্যালান ইউস্টেস নামে গুগলের এক কর্মকর্তা।
৫৭ বছর বয়সী গুগলের ঊর্ধ্বতন সহসভাপতি ইউস্টেস ভূপৃষ্ঠ থেকে ৪১.৪২ কিলোমিটার উপর থেকে ডাইভ দিয়ে নতুন এ রেকর্ড গড়েন।
ঘণ্টায় এক হাজার তিনশ মাইল গতিবেগে তিনি এ স্কাইডাইভ দেন, যা শব্দসীমার গতি অতিক্রম করে। এর মাধ্যমে তিনি স্কাইডাইভের আগের অনেক রেকর্ড ভাঙলেন।
বিশালাকৃতির হিলিয়াম ভর্তি একটি বেলুনে করে নিউ মেক্সিকোর আকাশ থেকে লাফ দেন ইউস্টেস।
এক লাখ ফিট উপরের বায়ুমণ্ডলের তৃতীয় স্তর স্ট্রাটোস্ফিয়ারের অবস্থান নির্ণয়ের জন্য, প্যারাগন স্পেস ডেভেলপমেন্ট করপোরেশন পরিচালিত গবেষণার অংশ হিসেবে এ স্কাইডাইভের আয়োজন করা হয়।
ভূপৃষ্ঠ থেকে ৩৯ কিলোমিটার উপর থেকে ডাইভ দিয়ে ২০১২ সালের ১৪ অক্টোবর রেকর্ড গড়েছিলেন অস্ট্রিয়ার ফেলিক্স বমগার্টনারের। সে সময় ফেলিক্স’র গতিবেগ ছিল ঘণ্টায় ৮৩৪ মাইল।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৪