ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে চীনের পাশে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৪
জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে চীনের পাশে পাকিস্তান

ঢাকা: চীনের জিনজিয়াং রাজ্যের জঙ্গিদের দমনে চীনা সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। শনিবার বেইজিং সফররত পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং এর সঙ্গে বৈঠক শেষে একথা জানান।



চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পূর্ব তুর্কিস্তান ইসলামিক জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তানের লড়াই অব্যাহত রাখার ব্যাপারে নওয়াজ শরিফ জিনপিংকে আশ্বাস দিয়েছেন।

ডন অনলাইন জানায়, চীন বিভিন্ন সময় উইঘুর মুসলিম অধ্যুষিত জিনজিয়ান রাজ্যে সন্ত্রাসী হামলার জন্য পূর্ব তুর্কিস্তানে সক্রিয় জঙ্গিগোষ্ঠীকে দায়ী করে তাকে। তবে বিদেশেী বিশেষজ্ঞরা চীনের এই দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন। তারা তুর্কিস্তানের জঙ্গিদের অস্তিত্ব নিয়েই সন্দিহান।

খবরে বলা হয়, চীন তাদের মিত্র ইসলামাবাদকে দীর্ঘদিন ধরে জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার জন্য অনুরোধ করছে। গত দুই বছরে জিনজিয়াং এ সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, উইঘুর সম্প্রদায়ের মানুষের ধর্ম ও সংস্কৃতির ওপর চীনের কর্তৃত্ব খাটানোর জন্যই বারবার সংঘর্ষের ঘটনা ঘটছে।

শরিফ জানান, আঞ্চলিক স্থিতিশিলতা বজায় রাখার জন্য পাকিস্তান চীনের পাশাপাশি আফগানিস্তানের সঙ্গে সহযোগিতা কার্যক্রম বৃদ্ধি করবে।

ডন জানায়, নওয়াজ শরিফের বেইজিং শফরে পারমাণবিক ইস্যুসহ ২০টির বেশি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।