ঢাকা: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শ্রীনগরে দুই কিশোরকে গুলি করে হত্যার ঘটনায় ক্ষমা চেয়েছে ভারতীয় সেনাবাহিনী। ‘ভুল স্বীকার’ করে ভারতীয় সেনাবাহিনীর ক্ষমা চাওয়ার ঘটনা ‘বিরল’ হিসেবে দেখছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।
গত সোমবার একটি গাড়িতে করে শ্রীনগরের উপকণ্ঠে ঘুরতে বের হয়েছিলো ওই দুই কিশোর। ভারতীয় সেনারা তাদের গাড়ি লক্ষ্য করে গুলি করে।
সেনাবাহিনীর পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনী ভুল করে গাড়িতে গুলি করেছে। মৃত্যুর দায়ভার সেনাবাহিনী নিচ্ছেন। ভুলের জন্য তারা ক্ষমাপ্রার্থী।
গণমাধ্যমে দুই কিশোরের মৃত্যু দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনার জন্য সেনাবাহিনীর উত্তরাঞ্চলের প্রধান ডিএস হুদা নিজে শ্রীনগরের যান।
শুক্রবার রাতে জেনারেল হুদা সাংবাদিকদের বলেন, সাদা রঙের গাড়িতে সন্ত্রাসীরা ছিল মর্মে আমাদের কাছে তথ্য ছিল। নিশ্চিতভাবেই এই ক্ষেত্রে গাড়িতে আসলে কারা আছে সেটা বুঝতে আমাদের ভুল হয়েছে।
এই হত্যাকাণ্ড নিয়ে সর্বোচ্চ স্বচ্ছতার সঙ্গে তদন্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন জেনারেল হুদা।
এদিকে দুই কিশোরের হত্যাকাণ্ড নিয়ে মুসলিম অধ্যুষিত কাশ্মীরে উত্তেজনা দেখা দিয়েছে। হত্যার প্রতিবাদে কাশ্মীর জুড়ে অবরোধ চলছে।
নিহত কিশোরদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে সেনাবাহিনীর পক্ষে থেকে দশ লাখ রুপি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছিলো। কিন্তু পরিবারের পক্ষ থেকে ওই প্রস্তাব ফিরিয়ে দেয়া হয়।
ব্রিটিশদের কাছ থেকে ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর কাশ্মীরের নিয়ন্ত্রণ নিয়ে এ পর্যন্ত দুইবার যুদ্ধ হয়েছে। যুদ্ধে হাজার হাজার বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এছাড়া প্রায়ই কাশ্মীর সীমান্তে সংঘর্ষের খবর পাওয়া যায়।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৪