ঢাকা: শনিবার রাতভর ব্যাপক গোলাবর্ষণের শিকার হয়েছে ইউক্রেনের সংঘাত কবলিত পূর্বাঞ্চলীয় দোনেৎসক নগরী।
মধ্যরাত থেকে শুরু হয়ে নগরীর কেন্দ্রস্থল লক্ষ্য করে কামানের এই গোলাবর্ষণ চলে রাতভর।
দোনেৎসকের বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে থাকলেও নগরীর বিমানবন্দর সংলগ্ন কিছু অংশ সরকারি বাহিনীর দখলে।
গত সেপ্টেম্বরে দুই পক্ষের মধ্যে একটি শান্তিচুক্তি হলেও সংঘাত থেমে নেই ইউক্রেনের পূর্বাঞ্চলে। তবে শান্তিচুক্তির পর শনিবার রাতের হামলাই সবচেয়ে ভয়াবহ।
রাতভর কারফিউ থাকায় গোলাবর্ষণের ক্ষয়ক্ষতি নিরুপণ করা সম্ভব হয়নি। সরকারি বাহিনীর অগ্রাভিযান ঠেকাতে দোনেৎসক নগরীতে শনিবার রাতভর কারফিউ জারি রাখে রুশপন্থি বিদ্রোহীরা।
এদিকে শনিবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা দিয়ে ট্যাংক, কামান এবং সেনাবাহী ট্রাক চলাচল চাক্ষুসের দাবি করেছেন অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ (ওএসসিই) এর পর্যবেক্ষকরা।
এর আগে একই অভিযোগ করে ইউক্রেন সরকার। রুশ সেনা কনভয় শুক্রবার সীমান্ত অতিক্রম করে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করেছে বলে দাবি তাদের। তবে রাশিয়া এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪