ঢাকা: হৃদযন্ত্রের ক্রিয়া ৪৫ মিনিট বন্ধ থাকার পরে জ্ঞান ফিরলো রুবি গ্রাপেরা-ক্যাসিমিরো নামের এক নারীর। সম্প্রতি ফ্লোরিডায় এ ঘটনা ঘটে।
ফ্লোরিডার বোকা রাটন রিজিওনাল হসপিটালে সন্তান জন্ম দেওয়ার পরেই সিজারিয়ান সেকশনে জটিলতা সৃষ্টি হওয়ায় হৃদযন্ত্রের ক্রিয়া এবং রক্ত চলাচল বন্ধ হয়ে যায় ৪০ বছর বয়সী ওই নারীর।
হাসপাতালের মুখপাত্র জানান, সম্পূর্ণ সুস্থ একটি মেয়ে সন্তান জন্ম দেওয়ার পরই রুবি একটি বিরল সমস্যায় অচেতন হয়ে যায়। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা করার পরেও যখন তার হৃদযন্ত্র এবং রক্ত চলাচল স্বাবাবিক না হওয়ায় চিকিৎসকরা তার পরিবারের সদস্যদের অপারেশন থিয়েটারে ডাকেন আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংবাদ জানাতে।
পরিবারের সদস্যদের কাছে দুঃখ প্রকাশ করে জানানো হয় হাসপাতালের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। কিন্তু এর ৪৫ মিনিট পরে হঠাৎ অলৌকিকভাবে আপনা-আপনি তার জ্ঞান ফিরে আসে।
রুবির মেয়ে টেইলিও বর্তমানে সুস্থ রয়েছে। তার বয়স এখন আড়াই সপ্তাহ।
বিষয়টিকে ‘ঈশ্বরের দান’ বলছেন হাসপাতালের চিকিৎসকরা।
বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৪