ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪
পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের সিন্ধু প্রদেশের খায়েরপুর শহরে যাত্রীবাহী একটি বাস ও ট্রাকের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে দেশটির সংবাদ মাধ্যম ডন ডটকম নিহতের সংখ্যা বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

তাদের প্রকাশিত সংবাদে বলা হয়েছে, নিহতের এই সংখ্যা আরো বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে ও চিকিৎসাধীন অবস্থায় ইতোমধ্যে ৫৮ জন নিহত হয়েছেন।

এদিন (১১ নভেম্বর) সকালে যাত্রীবাহী বাসটি সোয়াত থেকে করাচি যাওয়ার পথে সিন্ধু প্রদেশের খায়েরপুর শহরে দুর্ঘটনার কবলে পড়ে।

মূলত দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। বাসটি আরেকটি যানকে ওভারটেক করার সময় হঠাৎ একটি ট্রাক সামনে পড়ে যায়। এসময় বাসের ড্রাইভার নিয়ন্ত্রণ করতে না পারলে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পর বাসটি বিপরীতমুখী হয়ে যায়।

সিন্ধু প্রদেশের গর্ভনর ড. ইসরাতুল ইবাদ খান প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এছাড়া আহতদের চিকিৎসার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৪

** পাকিস্তানে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।