ঢাকা: নাগরিকদের ওপর নজরদারির জন্য কুখ্যাতি রয়েছে চীনের কমিউনিস্ট সরকারের। তবে এবার মনে হয় নিজের বৌয়ের ওপর নজরদারি করতে গোয়েন্দাদের নির্দেশ দেবেন চীনা প্রেসিডেন্ট।
কারণ ‘মাচোম্যান’ হিসেবে পরিচিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নজর যে পড়েছে ফার্স্টলেডি পেং লিউয়াংয়ের ওপর!
গত সোমবার বেইজিংয়ে অ্যাপেক সম্মেলন উপলক্ষ্যে মহামান্য অতিথিদের জন্য রাতের রাজকীয় ভোজের পর আয়োজন করা হয় জমকালো আতশবাজির খেলা। তা উপভোগ করছিলেন অ্যাপেকের সদস্য ২১টি দেশের রাষ্ট্রপ্রধান ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। উপস্থিত ছিলেন চীনের ফার্স্ট লেডি পেং লিউয়ানও।
বেইজিংয়ে এখন কনকনে শীত। তীব্র ঠাণ্ডায় ফার্স্টলেডি পেং কিছুটা গুটিয়েই ছিলেন। বিষয়টি লক্ষ্য করে শীতার্ত ফার্স্টলেডির শরীরে উষ্ণ চাদর জড়িয়ে দেন পুতিন। জবাবে ফার্স্ট লেডি হালকা বো করে পুতিনকে উপহার দেন লাজুক হাসি।
পাশেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে আলাপরত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নজর এড়ায়নি বিষয়টি। অনেকটা যেন বিষ নজরেই স্ত্রীর সঙ্গে পুতিনের মাখামাখি হজম করলেন তিনি।
অনুষ্ঠানটি সরাসরি দেখানো হচ্ছিলো টেলিভিশনে। ফলে মুহূর্তেই তা ছড়িয়ে পড়লো ইন্টারনেটে। বিষয়টি নিয়ে হাস্য-কৌতুক-রঙ্গ-রসের বন্যা বয়ে গেলো সোস্যাল মিডিয়া সাইটগুলোতে। পুতিন ও পেংকে ঘিরে মুখরোচক টিপ্পনী তো ছিলোই, কমতি ছিলো না আদিরসাত্মক ইঙ্গিতও । অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন সদ্য ডিভোর্সি রুশ প্রেসিডেন্টের উদ্দেশ্য আসলে কী।
শি জিনপিংয়ের বৌ পেং লিউয়ান যৌবনের এই সায়াহ্নেও যথেষ্ট আকর্ষণীয়া।
অপরদিকে পুতিন তার পেশীবহুল শরীর এবং তার ‘ম্যান অফ অ্যাকশন’ ইমেজের কারণে বহু চীনা নারীর কাছেই আরাধ্য পুরুষ। তার ওপর স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটনায় এখন একলা জীবন কাটাচ্ছেন। এমন পরিস্থিতিতে ফার্স্ট লেডির সঙ্গে পুতিনের এমন আচরণ চীনাদের হজম করতে একটু কষ্টই হচ্ছে বৈকি।
অবশ্য বড় কর্তার অসন্তোষ আঁচ করতে পেরে চীনা কর্তৃপক্ষ খুব অল্প সময়ের ব্লক করে ফেলে ভিডিওটিকে।
বিশ্বদরবারে চীন ও রাশিয়ার ‘অস্বস্তিকর’ মিত্রতা কারও অজানা নয়। যুক্তরাষ্ট্রকে ঠেকাতে মাঝে মাঝেই একাট্টা হলেও সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পরের স্থান কার তা নিয়ে তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাও জোর।
প্রেসিডেন্ট পুতিনের ডিভোর্স হয়েছে খুব বেশি দিন নয়। এই বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে রুশ প্রেসিডেন্টের সঙ্গে স্ত্রী লুদমিলার সঙ্গে দাম্পত্য জীবন অবসানের চূড়ান্ত ঘোষণা দেয় ক্রেমলিন। ৬২ বছর বয়সেও ‘হ্যান্ডসাম’ পুতিনের পরবর্তী গন্তব্য কোন নারীতে, সে ব্যাপারে আন্তর্জাতিক মিডিয়াতে জল্পনা কল্পনাও প্রচুর। এ পরিস্থিতিতে নিজেদের ফার্স্টলেডির ব্যাপারে চীনারা একটু শঙ্কিত তো হতেই পারে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টায়, নভেম্বর ১২, ২০১৪