ঢাকা: ধর্মীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার অংশ হিসেবে এবার সিরিয়া ও ইরাকে নিজেদের অধিকৃত অঞ্চলে স্বর্ণ ও রৌপ্য মুদ্রা (দিনার) চালু করতে যাচ্ছে জঙ্গিগোষ্ঠী আইএসআইএস (ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড সিরিয়া)।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে ইরাকের মসুল শহরে এবং নিনেভেহ প্রদেশে শুক্রবার জুমার নামাজের সময় ‘বাতিল’ মুদ্রা বাতিল করে নিজেদের স্বঘোষিত খেলাফতে নতুন মুদ্রা দিনার চালুর ঘোষণা দেয় আইএস।
এক সময়ে পারস্য সহ মধ্য এশিয়ার মুসলিম সাম্রাজ্যগুলোতে প্রচলিত ছিলো খাঁটি সোনা ও রুপোর তৈরি দিনার মুদ্রার। এখনও কয়েকটি মুসলিম রাষ্ট্রে দিনার নামের মুদ্রা ব্যবহৃত হলেও তা হলো কাগুজে নোট।
আইএসআইএস জঙ্গিগোষ্ঠীর দাবি, ঐতিহাসিক ওই মুদ্রা ইসলামের স্বর্ণযুগের প্রতীক। দিনারের জন্ম হয়েছিল ধর্মীয় সাম্রাজ্য পরিচালনার সময়েই। ফলে আরব বিশ্ব ও মধ্য এশিয়া জুড়ে জঙ্গিরা যে সাম্রাজ্য স্থাপনের ছক কষছে সেখানে আসল সোনা-রুপোর দিনার মুদ্রা চালু হলে তা তাদের সাম্রাজ্যের ভিত্তিকে আরও শক্ত করবে।
ভূখণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি দখলিকৃত এলাকায় দাপটের সঙ্গে সামাজিক এবং অর্থনৈতিক আধিপত্য বিস্তার করতে পারবে জঙ্গিগোষ্ঠীটি।
এছাড়া নিজস্ব মুদ্রা চালু করলে, ইরাক ও সিরিয়ার যে অংশ জঙ্গিরা দখল করে নিজেদের সংগঠনের নাম লেখা পতাকা উড়িয়েছে, সেই সব এলাকা থেকে ন্যূনতম নিয়ন্ত্রণটুকুও হারিয়ে ফেলবে ওই দেশগুলোর প্রশাসন।
এ দিকে, ইরাকের সংবাদ মাধ্যমে আইএস-নেতা আবু বকর আল-বাগদাদির নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার তিন দিন পরেও মুখ খুলতে নারাজ পেন্টাগন।
সংবাদমাধ্যম জানিয়েছে বাগদাদির মৃত্যু একশ’ভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত বিবৃতি দেবে না মার্কিন প্রতিরক্ষা দফতর।
ইরাকের মাটিতে অতিরিক্ত সেনা মোতায়েনের পর গত শনিবার নতুন করে হামলা চালায় আমেরিকা। বাগদাদের নিকটবর্তী আনবার প্রদেশে জঙ্গিনেতাদের বৈঠক লক্ষ্য করে হামলা চললে আইএস এর কয়েকজন সিনিয়র নেতার মৃত্যু হয়। এ সময়ই বাগদাদি মারা যাওয়ার গুজব ওঠে।
২০১১ সালে বাগদাদিকে ‘স্পেশ্যালি ডেজিগনেটেড গ্লোবাল টেররিস্ট’ তকমা দিয়ে তার মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা করে যুক্তরাষ্ট্র।
বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪