ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সারদা কেলেঙ্কারি

কারাগারে তৃণমূলের সাবেক এমপির আত্মহত্যা চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
কারাগারে তৃণমূলের সাবেক এমপির আত্মহত্যা চেষ্টা

ঢাকা: কারাগারে সারদা কেলেঙ্কারির মূল হোতা তৃণমূল কংগ্রেসের সাবেক এমপি কুনাল ঘোষ আত্মহত্যার চেষ্টা করেছেন। আর এজন্য তিনি ৫৮টি ঘুমের ওষুধ খেয়েছেন।

খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভি।

খবরে বলা হয়, কুনাল ঘোষ তার ‘সুইসাইড নোটে’ ৫৮টি ঘুমের বড়ি খেড়েছেন। দ্রুত কারাগার থেকে তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে ডাক্তাররা তার পাকস্থলী পরিস্কার করেন।

এর আগে সোমবার আদালতে কুনাল ঘোষ জামিন না দিলে তিনদিনের মধ্যে আত্মহত্যার হুমকি দিয়েছিলেন। আদালতে কাছে সারদা চিট ফান্ডের পেছনে রাঘব বোয়ালদেরও গ্রেফতারের দাবি জানান।

সারদা কাণ্ডে যারা জড়িত তাদের মধ্যে শীর্ষস্থানীয় রাজনীতিক হিসেবে একমাত্র কুনাল ঘোষকেই গ্রেফতার করা হয়েছে। তিনি দল থেকেও বহিষ্কৃত হয়েছেন।

গত বছর নভেম্বরে গ্রেফতারের পর থেকে তিনি কলকাতা প্রেসিডেন্সি কারাগারে বন্দি আছেন।

কুনাল ঘোষ ছিলেন সারদা গ্রুপের মিডিয়া অপারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।