ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছোটু ও লম্বুর দেখা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪
ছোটু ও লম্বুর দেখা

ঢাকা: সুলতান কোসেন (৩১) তুরস্কের নাগরিক। উচ্চতা দুই দশমিক ৫১ মিটার (৮ ফুট ৯ ইঞ্চি)।

চন্দ্র বাহাদুর ডাঙ্গি (৭৪), নেপালের নাগরিক। উচ্চতা মাত্র ৫৫ সেন্টিমিটার (সাড়ে ২১ ইঞ্চি)।

সবশেষ তথ্য অনুযায়ী, সুলতান কোসেন বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ। আর চন্দ্র বাহাদুর ডাঙ্গি সবচেয়ে খাটো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লন্ডনে তাদের দেখা হয়।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের দশম বার্ষিকী উপলক্ষে দু’জনকে একত্রিত করার উদ্যোগের নেয় গিনেজ কর্তৃপক্ষ। আর এ উপলক্ষে সাক্ষাত হয় ব্যতিক্রমী দুই মানুষের। এতে পূরণ হয় দু’জনের মনের আশাই!

সাক্ষাতের সময় লন্ডনের হাউজ অব পার্লামেন্টের সামনে দু’জনকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে করমর্দন করতে দেখা যায়।

সাক্ষাতের পর চন্দ্র বাহাদুর বলেন, সুলতান কোসেনের সঙ্গে দেখা হয়ে আমি খুবই আনন্দিত। তাকে দেখার বেশ আগ্রহ ছিল আমার।

গিনেজ ওয়ার্ল্ডকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, গিনেজে আমার নাম অন্তর্ভুক্ত হওয়ায় বিশ্বের বিভিন্ন মানুষের সঙ্গে আমার দেখা হয়েছে। বিষয়টি আমি বেশ উপভোগ করেছি।

অন্যদিকে, কোসেন বলেন, চন্দ্রকে দেখে আমি অভিভূত হয়েছি। আমাদের দু’জনকেই জীবনভর একই সমস্যার মুখোমুখি হতে হয়েছি। তবে চন্দ্রের চোখের দিকে তাকিয়ে মনে হয়েছে সে খুব ভালো মানুষ।

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।