ঢাকা: শেষ পর্যন্ত মারা পড়লেন বিশ্বের মোস্ট ওয়ান্টেড নারী জঙ্গি ‘হোয়াইট উইডো’ কুখ্যাত সামান্থা লিউথওয়াট।
দু’সপ্তাহ আগে ইউক্রেনের সড়কে মুখোশধারী এক রাশিয়ান স্নাইপারের গুলিতে প্রাক্তন এ ব্রিটিশ নারী সেনা নিহত হন বলে দাবি করছে মস্কোভিত্তিক সংবাদ সংস্থা রেগনাম।
রেগনামের এ খবরটি বুধবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ব্রিটেনের প্রভাবশালী সংবাদ মাধ্যম মিরর জানায়, লিউথওয়াট দু’সপ্তাহ আগেই ইউক্রেনে এসেছিলেন। কিয়েভপন্থি গ্রুপ আইদার’র হয়ে কাজ করছিলেন তিনি।
সামান্থার হত্যাকারী রাশিয়ান স্নাইপারের মাথার দাম ছয় লাখ ৩০ হাজার মার্কিন ডলার ঘোষণা করেছে ইউক্রেনের বিশেষ বাহিনী।
২০১৩ সালে কেনিয়ার ওয়েস্টগেট শপিং মলে ৬৭ জনের প্রাণঘাতী হামলার পরিকল্পনার মূল হোতা ছিলেন ‘সাদা বিধবা’ সামান্থা। তারও আগে বেশ কিছু সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচয় প্রকাশ করে পরোয়ানা জারি করা হলে আত্মগোপন করেন এই সন্ত্রাসবাদী নারী।
রাজকীয় ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক এ নারী সদস্য ইসলাম ধর্ম গ্রহণের পর লন্ডন ৭/৭’র আত্মঘাতী হামলাকারী জেরমেন লিন্ডসেকে বিয়ে করেন।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, কেনিয়া-সোমালিয়া অঞ্চলের সন্ত্রাসী সংগঠন আল-শাবাবের নারী সদস্য সামান্থা সর্বশেষ ইরাক ও সিরিয়া অঞ্চলের জঙ্গি গোষ্ঠী আইএস’র হয়ে লড়ছিলেন।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০১৪