ঢাকা: ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সর্তকতা জারি করা হয়েছে।
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পের বিষয়টি জানিয়েছে। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে।
ইউএসজিএস জানায়, কোটা টারনেট উপকূল থেকে ১৫০ কিলোমিটার উত্তর-উত্তরপশ্চিমে ভূমিকম্পটি আঘাত হানে। ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ৪২ কিলোমিটার।
ভূমিকম্পের পর ভূমধ্যসাগরীয় সুনামি সর্তকতা কেন্দ্র তিনশ কিলোমিটারের মধ্যে হালকা আকারে সুনামি সর্তকতা জারি করেছে।
ইন্দোনেশিয়া ছাড়া ফিলিপাইনস, পালাউ, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ এবং জাপান ও তাইওয়ানের কিছু অংশে সুনামি আঘাত হানতে পারে বলে জানিয়েছে সুনামি সর্তকতা কেন্দ্র।
এদিকে, ওই ভূমিকম্পের পর দেশটির দক্ষিণাঞ্চলীয় মালিবাগুতে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এছাড়া একই স্থানে পরবর্তীতে ৪ দশমিক ৮ মাত্রার আরো একটি ভূমিকম্প আঘাত হানে বলে জানিয়েছে ইউএসজিএস।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৪/আপডেট: ১০০৫ ঘণ্টা