ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বড় আকারের বিক্ষোভের পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
সিরিয়ায় বড় আকারের বিক্ষোভের পরিকল্পনা

দামেস্ক:সিরিয়ার বিরোধীরা শুক্রবার সাড়া দেশে আরও বড় আকারের বিক্ষোভ সমাবেশের জন্য প্রস্তুত হয়েছেন। বিরোধীদের চাহিদা অনুযায়ী কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ নেওয়া সত্ত্বেও শুক্রবার জুম্মার নামাজের পর এ বিক্ষোভ সমাবেশের ডাক দেন তারা।

খবর এএফপির।

‘দ্য সিরিয়া রেভল্যুশন ২০১১’ নামের একটি দলের বৃহস্পতিবার ফেসবুকে প্রকাশিত একটি বিবৃতিতে বলা হয়, ‘মুক্ত সিরিয়ার জন্য সব বাড়ি, প্রার্থনাঘর, সব জনগণ, সব স্বাধীন ব্যক্তি এবং সব চত্ত্বরে শুক্রবার আমাদের দিন। ’

অজ্ঞাত পরিচয় এ দলটিই মূলত গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এ বিক্ষোভে মূল ভূমিকা পালন করে আসছে।

সিরিয়ার রাজধানী থেকে দক্ষিণে অবস্থিত আদিবাসী অধ্যুষিত এলাকা দারা এবং উপকূলীয় শহর লাতাকিয়া বিক্ষোভকারীদের মূল ঘাঁটিতে পরিণত হয়েছে।

বিক্ষোভকারীরা সিরিয়ায় বড় আকারে স্বাধীনতা দাবি করলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল- আসাদের ১১ বছরের শাসন ক্ষমতা ব্যাপক চাপের মধ্যে পড়ে। এর মধ্যে দেশে বিদ্যমান ৫০ বছরের রাষ্ট্রীয় জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়টিই প্রধান।  

কিন্তু বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে আসাদ (৪৫) সময়ের আগেই সম্পূর্ণভাবে জরুরি অবস্থা তুলে নেওয়ার বিষয়টি ঘোষণা করতে ব্যর্থ হন। সিরিয়ায় বিক্ষোভ শুরু হওয়ার পর এটাই ছিলো আসাদের জনগণের উদ্দেশ্যে প্রথম ভাষণ।

তবে তারপরও রাষ্ট্র দেশে অবস্থিত তিন লাখ কুর্দি শরণার্থীর সমস্যা সমাধানসহ বেশ কিছু সংস্কার ব্যবস্থা হাতে নিয়েছে বলে সরকারী বার্তাসংস্থা সানা জানায়। উল্লেখ্য, প্রায় অর্ধ শতক থেকে এসব শরণার্থী সিরিয়ার নাগরিকত্ব অস্বীকার করে আসছেন।

এছাড়াও আসাদ জরুরি ভিত্তিতে দারা ও লাতাকিয়ায় সংঘটিত হত্যাকান্ডের তদন্তসহ জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিরোধী কমিটি গঠনের জন্য নতুন আইনের খসড়া প্রণয়নের প্রস্তাব দেন বলেও জানা যায়।

এদিকে বৃহস্পতিবার সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজি ওর্তির সরকার পদত্যাগ করার পর কয়েক দিনের মধ্যেই দেশটিতে নতুন মন্ত্রীসভা ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।