ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না বাগবো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না বাগবো

প্যারিস: আইভরি কোস্টের শাসক লরা বাগবোর ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর কোনো ইচ্ছা নেই বলে প্যারিসে তার প্রতিনিধি জানান। বাগবোর বিরোধী আলাসেন ওয়াত্তারার বাহিনীর হামলা সত্ত্বেও শুক্রবার তার এ ইচ্ছার কথা জানা যায়।



প্যারিসে বাগবোর ইউরোপীয় মুখপাত্র এবং মিত্র তাওসয়েন্ট অ্যালেইন বলেন, ‘প্রেসিডেন্ট লরা বাগবোর বিদ্রোহীদের কাছে আত্মসমর্পনের কোনো পরিকল্পনা নেই। ’

‘তিনি বর্তমানে আন্তর্জাতিক সমর্থন পাওয়া আলাসানে ওয়াত্তারার বাহিনীর নির্বাচন পরবর্তী সামরিক অভ্যুত্থানের শিকার। ’

তবে বাগবোর অবস্থান সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। এ বিষয়ে অ্যালেইন বলেন, ‘তিনি বর্তমানে আইভরি ভূখন্ডে আছেন। তবে তার নির্দিষ্ট অবস্থান সম্পর্কে আমি কিছু বলতে পারবোনা। ’

আইভরি কোস্টে নির্বাচনের পর ফলাফল পর্যবেক্ষণ করে ওয়াত্তারাকে জয়ী বলে ঘোষণা করে জাতিসংঘসহ অধিকাংশ আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানান বাগবো।

এক্ষেত্রে বাগবো আত্মসমর্পন করলে তাকে আঘাত করা হবে না বলে প্যারিসে ওয়াত্তারার রাষ্ট্রদূত অ্যালি কাওউলিব্যালি জানান।

এদিকে শুক্রবার সকাল থেকেই দেশটির প্রধান শহর আবিদজানে বাগবোর বাড়ি এবং প্রেসিডেন্ট ভবনকে ঘিরে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছে বলে স্থানীয় বাসিন্দা ও এএফপির সাংবাদিকরা জানান।

বাগবোর অনুগত বাহিনী অব্যাহতভাবে ওয়াত্তারার বাহিনীর সঙ্গে লড়াই করে যাচ্ছে বলেও বাসিন্দারা জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘন্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।