ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় বিক্ষোভে গুলি, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
সিরিয়ায় বিক্ষোভে গুলি, নিহত ৪

দামাস্কাস: সিরিয়ায় শুক্রবার শত শত বিক্ষোভকারীর ওপর প্রতিরক্ষা বাহিনীর সরাসরি গুলিতে চারজন নিহত ও বহু লোক আহত হয়েছে।

রাজধানী দামাস্কাসের ১৫ কিলোমিটার অদূরে দুমা শহরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়।

এদিন জুমার নামাজের পর সিরিয়ার বিভিন্ন শহরে শত শত লোক সরকার বিরোধী মিছিলে অংশ নেয়। প্রেসিডেন্ট বাশার আল আসাদ বড় ধরনের সংস্কারের ঘোষণা দেওয়ার পর এ বিক্ষোভ হয়েছে। আর এটিই প্রথম বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা।

এদিকে, দক্ষিণাঞ্চলীয় শহর দারার প্রত্যক্ষদর্শীরা বলেন, জুমার নামাজের পর শত শত বিক্ষোভকারী মসজিদ থেকে রাস্তায় জড়ো হয়ে ‘অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, জাতীয় ঐক্য চাই’ ইত্যাদি শ্লোগান দেয়। আয়োজকরা বলেন, এই প্রথম উত্তর-পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত অঞ্চলেও বিক্ষোভ হয়।

প্রেসিডেন্ট বাশার আল আসাদ বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে বিক্ষোভকারীদের কড়া সমালোচনা করেন।

এর আগে বাশার দেশ থেকে জরুরি অবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেন এবং এ সংক্রান্ত একটি কমিটিও গঠন করা করেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, এপিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।