ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সংস্কারের দাবিতে জর্দানে শত শত তরুণের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
সংস্কারের দাবিতে জর্দানে শত শত তরুণের বিক্ষোভ

আম্মান: জর্দানের রাজধানী আম্মানে শুক্রবার সাংবিধানিক সংস্কারের দাবিতে শত শত তরুণ শুক্রবার বিক্ষোভ করেছে।

সপ্তাহ খানেক আগে সরকার সমর্থক এবং তরুণদের সংঘর্ষে একজন নিহত এবং ১৬০ জন আহত হয়েছে।



‘নির্যাতন বন্ধ কর’, ‘সরকার এবং সংবিধান সংস্কার কর’, ‘দুর্নীতিবাজদের বিচার কর’, ‘আমরা জাতীয় ঐক্য চাই’ ইত্যাদি স্লোগান দিতে থাকে বিক্ষোভকারীরা। মার্চ ২৪ নামের সংগঠনের ব্যানারে প্রায় ৬০০ বিক্ষোভকারীরা আম্মানের সিটি হলের বাইরে জড়ো হয়।

প্রায় ৫০ জন সরকারি সমর্থক বিক্ষোভকারীদের পাশেই অবস্থান নেয়। তারা রাজা দ্বিতীয় আবদুল্লাহর বিশাল ছবি বহন করছিল। বিক্ষোভ চলাকালে প্রায় ৪০০ পুলিশ মোতায়ন করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালযের কাছে সরকার বিরোধী বিক্ষোভকারী এবং রাজতন্ত্রের অনুগতদের মধ্যে এক সংঘর্ষে এক সপ্তাহ আগে একজন বিক্ষোভকারী নিহত এবং ১৬০ জন আহত হয়।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা. এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।