ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়া: শর্ত সাপেক্ষে বিদ্রোহীরা অস্ত্র বিরতিতে প্রস্তুত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১১
লিবিয়া: শর্ত সাপেক্ষে বিদ্রোহীরা অস্ত্র বিরতিতে প্রস্তুত

বেনগাজি: লিবিয়ার বিদ্রোহীরা মুয়াম্মার গাদ্দাফি বাহিনীর অস্ত্র বিরতির প্রস্তাবে প্রস্তুত রয়েছে। শুক্রবার পরিবতর্নকামী জাতীয় পরিষদের নেতা মুস্তাফা আবদুল জলিল এ কথা বলেন।



জাতিসংঘের বিশেষ দূত আবদুল ইলাহ খতিবের সঙ্গে বৈঠকের পর জলিল বলেন, ‘পশ্চিমের শহরগুলোতে আমাদের ভাইদের মত প্রকাশের স্বাধীনতা দেওয়া ও সরকারি বাহিনীর দখলে থাকা শহরগুলো মুক্ত করে দেওয়ার শর্তে আমরা অস্ত্রবিরতিতে রাজি আছি। ’

আবদুর ইলাহ খতিব বলেন, গাদ্দাফির অনুগত বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সম্ভাব্য অস্ত্র বিরতির বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে।

আলজাজিরা টেলিভিশনকে তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে, স্থায়ী অস্ত্র বিরতিতে উভয় পক্ষের সম্মতি নেওয়া। ’ খতিব বলেন, ‘আমরা অস্ত্র বিরতির ঘোষণা চাই না। সত্যিকার অস্ত্র বিরতি চাই। তা হতে হবে বিশ্বস্ত, কার্যকর ও নিশ্চিত। ’

শুক্রবার চীন সফররত জার্মানির পররাষ্ট্রমন্ত্রী গিডো ভেস্টারভেল বলেন, লিবিয়ার সংকট সামরিক অভিযানে সমাধান হবে না। তিনি উভয় পক্ষের উদ্দেশে অস্ত্র বিরতিরও আহ্বান জানান।

গত ১৯ মার্চ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ লিবিয়ার ওপর নো ফ্লাই জোন আরোপ ও শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে সামরিক অভিযান শুরু করেছে। এরইমধ্যে এই অভিযানের পুরো দায়িত্ব নিয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।