গান্ধীনগর:ভারতের গুজরাটে মহাত্মা গান্ধীর উপর লেখা একটি বই নিষিদ্ধ করা হয়েছে। বইটির লেখকসহ অনেকেই এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বইটির লেখক পুলিৎজার পুরস্কারজয়ী জোসেফ লেলইভেল্ড বলেছেন, সংবাদপত্রে বইটির পর্যালোচনার ওপর ভিত্তি করে বইটি নিষিদ্ধ করা হয়েছে।
লেখক বলেন, বইটির সমালোচনায় গান্ধীর জার্মান বন্ধু হারমান কালেনবাখের সঙ্গে তার সম্পর্কটাকে অতিরঞ্জিত করা হয়েছে। ওই জার্মান ছিলেন একজন সমকামী। ২০০৪ সালে দক্ষিণ আফ্রিকায় গান্ধীর সঙ্গে তার সাক্ষাৎ হয়।
ভারতের দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে লেখক বলেন, বইটির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা, বানোয়াট। বুধবার গুজরাটের প্রাদেশিক পার্লামেন্টে ভোটের মাধ্যমে বইটি নিষিদ্ধ করা হয়।
এদিকে, গান্ধীর আত্মীয়স্বজনসহ অনেকেই বইটি নিষিদ্ধ করার ঘোষণার সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।
গান্ধীর বড় প্রপৌত্র তুষার গান্ধী বলেন, ‘গান্ধী সমকামি হোন আর যাই হোন, তিনি সবসময়ই ভারতের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক হিসেবে পূজিত হবেন। ’
প্রখ্যাত লেখিকা নমিতা গোখলে বইটি নিষিদ্ধ করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন।
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, বইটির বিষয়বস্তুতে গান্ধীকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা অহিংস আন্দোলনের এই মহান নেতার প্রতি অবমাননাকর।
বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা,এপ্রিল ০১, ২০১১