রাইকুজেনতাকাতা: জাপানে স্মরন কালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামি আঘাত হানার কয়েক সপ্তাহ পর শনিবার দেশটির প্রধানমন্ত্রী নাওতো কান, সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল রাইকুজেনতাকাতা পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত জনগণকে সব ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।
এদিকে, জাপানের পরমাণু বিপর্যয়কে খুবই নাজুক হিসেবে অ্যাখ্যা দিয়েছে জাতিসংঘ ।
নাওতো কান একটি সামরিক হেলিকপ্টারে টোকিও থেকে রাইকুজেনতাকাতা সফর করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন। এ সময় ১১ মার্চ সহায় সম্বলহীন জনগণ আশ্রয় কেন্দ্রে কানকে স্বাগত জানান।
তারা প্রধানমন্ত্রীকে নিজেদের মধ্যে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এদের মধ্যে একজন প্রধানমন্ত্রীকে প্রশ্ন বলেন, তার একটি বাড়ি ছিল কিন্তু ভবিষতে তিনি কোথোয় আবার বাড়ি করবে?
জবাবে কান ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন শেষ পর্যন্ত সরকার তাদের সাহায্য করবে।
এর আগে, গত ২১ মার্চ নাওতো কানের সুনামি উপদ্রত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারনে তার সেই সফর বাতিল করা হয়।
গত ১১ মার্চের ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে জাপানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
বাংলাদেশ সময়: ১৪১৩ এপ্রিল ০২,২০১১