ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ঘন কুয়াশায় দিল্লিতে প্লেন-ট্রেন চলাচলে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪
ঘন কুয়াশায় দিল্লিতে প্লেন-ট্রেন চলাচলে বিপর্যয় ছবি: সংগৃহীত

ঢাকা: ঘন কুয়াশার কারণে ভারতের রাজধানী নয়াদিল্লি অভিমুখী ও বহির্মুখী প্লেন- ট্রেন চলাচলের সময়সূচিতে বিপর্যয় দেখা দিয়েছে।

কুয়াশার কারণে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকে ৬৫টি ট্রেন বিলম্বিত হয়েছে, এছাড়া বাতিল করা হয়েছে চারটি ট্রেন।

আর বিলম্বিত হয়েছে ৩০টি ফ্লাইটের শিডিউল। সড়কে স্বাভাবিক যান চলাচলও বাধার মুখে পড়েছে।

উত্তরাঞ্চলীয় রেলওয়ের এক কর্মকর্তা জানান, অন্তত ৫৭টি ট্রেন দিল্লিতে দেরিতে পৌঁছেছে। আর দিল্লি ছেড়ে যেতে দেরি হয়েছে ৮টি ট্রেনের।  

ভারতের আবহাওয়া অধিদফতর জানায়, বুধবার সকাল সাড়ে আটটায় দৃষ্টিসীমা ছিল ১৫০ মিটার এবং বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ।

সকালে তীব্র কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যাবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা। দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে একই কারণে গত সোমবার (২২ ডিসেম্বর) ১৬টি ফ্লাইট বিলম্বিত হয়, বাতিল হয় দু’টি ফ্লাইট। এছাড়া, বিলম্বিত হয় অর্ধশতাধিক ট্রেন সূচিও।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।