ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

আইএস সিরিয়ায় বিমান ভূপাতিত করেনি

আন্তর্জাতিকে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
আইএস সিরিয়ায় বিমান ভূপাতিত করেনি ছবি: সংগৃহীত

ঢাকা: জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) নিয়ন্ত্রণাধীন সিরিয়ার ‍রাকা এলাকায় ভূপাতিত করা জর্দানের যুদ্ধবিমানটি আইএস ভূপাতিত করেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

এর আগে বুধবার সকালে রাকা অঞ্চলের কাছে মিসাইল ছুড়ে ‍যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে বলে দাবি করে আইএস।

পরে বিমানের পাইলট আইএসের হাতে আটক হয়।

আইএস এটি তাদের কাজ দাবি করে এ ঘটনার কিছু ছবিও প্রকাশ করেছে।

এদিকে, যুক্তরাষ্ট্র এটিকে আইএসের কাজ না বলে দাবি করলেও কিভাবে বিমানটি সিরিয়ার ওই এলাকায় বিধ্বস্ত হলো সে সম্পর্কে কিছু জানায়নি।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখলে নেওয়া আইএসের বিরুদ্ধে যে চার আরব দেশ কোয়ালিশনে যোগ দিয়েছে জর্দান তার অন্যতম।

এদিকে, গত সেপ্টেম্বর থেকে আইএসকে লক্ষ্য করে বিমান হামলা শুরুর পর আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকায় এটাই প্রথম কোনো বিমান ভূপাতিতের ঘটনা।

আইএস বিমানটির পাইলটকে আটকের ছবি প্রকাশ করে জানিয়েছে, ওই পাইলটের নাম ফ্লাইট লে. মুয়াজ ইউসেফ আল কাসাব।

** পশ্চিমা জোটের যুদ্ধবিমান ভূপাতিত করলো আইএস

বাংলাদেশ সময়: ০৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।