ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে জঙ্গি হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪
সোমালিয়ায় আফ্রিকান ইউনিয়নের ঘাঁটিতে জঙ্গি হামলা

ঢাকা: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আফ্রিকা অঞ্চলের দেশগুলোর জোট আফ্রিকান ইউনিয়নের (এইউ) ঘাঁটিতে হামলা চালিয়েছে আল-শাবাব জঙ্গিরা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এইউ জোটভুক্ত দেশগুলোর সৈন্যদের মূল ঘাঁটিতে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

ঘটনাস্থল থেকে প্রকট বিস্ফোরণ ও ভারি গুলিবিনিময়ের কথাও জানিয়েছেন তারা।

প্রত্যক্ষর্শীদের বরাত দিয়ে সংবাদ মাধ্যমগুলো বলছে, তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর না পাওয়া গেলেও জঙ্গিরা সেনাঘাঁটির প্রধান স্থাপনায় ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে।

আফ্রিকান ইউনিয়নের সদস্য উগান্ডা, বুরুন্ডি, কেনিয়া, ইথিওপিয়া ও জিবুতির সমন্বয়ে গঠিত ‘এমিসম’ উপ-জোটের সৈন্যরা গত বেশ ক’বছর ধরে মোগাদিসুতে শাবাববিরোধী লড়াই চালিয়ে আসছেন। যদিও সোমালিয়ার পূর্ণ নিয়ন্ত্রণের জন্য শেষ অবধি লড়াইয়ের ঘোষণা দিয়ে আসছে আফ্রিকা অঞ্চলের শীর্ষ সংগঠনটি।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।