ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘রবীন্দ্র উৎসব’

সিনিযর করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
ভারত-বাংলাদেশ যৌথ উদ্যোগে ‘রবীন্দ্র উৎসব’

কলকাতা: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশতবর্ষ জন্ম উৎসব ভারত-বাংলা মিলিতভাবে পালনের উদ্যোগ নিয়েছে।

এ উপলক্ষ্যে চূড়ান্ত কর্মসূচি ঠিক বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিরা বৈঠক করবেন বলে জানা গেছে।



এর আগে বুধবার রবীন্দ্রজন্মের সার্ধশতবর্ষ উপলক্ষে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জির নেতৃত্বে গঠিত জাতীয় রূপায়ণ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্রে  জানানো হয়েছে, তিনদিন ব্যাপী ‘রবীন্দ্র উৎসব’ আগামী ৬ মে ঢাকায় শুরু হবে এবং ৭ মে বিজ্ঞান ভবনসহ দিল্লির বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রে একযোগে পালন করা হবে। এছাড়াও সারা বছর ধরেই দেশে ও দেশের বাইরে আয়োজন করা হবে বিভিন্ন অনুষ্ঠানের।

ভারতের সংস্কৃতি মন্ত্রণালয় এই উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে বিশ্বভারতীর কাছে ভাস্কর রামকিঙ্কর বেইজ ও অন্যান্য শিল্পীদের তৈরী কবিগুরুর মূর্তি, রেপ্লিকা চেয়েছে।

কবি গুরুর অনবদ্য সৃষ্টি বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী সেপ্টেম্বর মাস থেকে এশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিশ্বকবির মূল ছবির প্রর্দশনী করা হবে। জার্মানি থেকে এই প্রর্দশনী শুরু হবে বলে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়।  

এছাড়াও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত ‘গীতাঞ্জলি-র’ মূল সংস্করণটির অনুরূপ প্রকাশ করবে ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়। রবীন্দ্র উৎসবের শুরুতে এই বইটি বিনামূল্যে দর্শকদের বিতরণ করা হবে।

এদিকে বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যের রবীন্দ্র ভবনগুলির মানোন্নয়ন, বিখ্যাত চিত্র পরিচালক শ্যাম বেনেগাল কমিটির প্রস্তাবিত রবীন্দ্রনাথকে নিয়ে ৬টি চলচ্চিত্রের ডিভিডি প্রকাশ ও বিশ্বের নানা ভাষায় রবীন্দ্র সাহিত্য অনুবাদ করা হবে।

ভারতীয় সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।