ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দীর্ঘ ২৭ বছর পর মুক্তি

আর্ন্তজাতকি ডস্কে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১১
দীর্ঘ ২৭ বছর পর মুক্তি

অমৃতসর: পাকিস্তানে লাহোরের কেন্দ্রীয় কারাগারে  দীর্ঘ ২৭ বছর বন্দি জীবন পার করলেন ভারতের নাগরিক গোপাল দাস।

অবশেষে ভারতের সুপ্রিম কোর্টের আবেদনের প্রেক্ষিতে পাকিস্তান সরকার সিদ্ধান্ত নিয়েছে গোপাল দাসকে মুক্তি দেওয়ার।

আর মাত্র একদিন পরই তিনে মুক্ত জীবনের স্বাদ পেতে যাচ্ছেন।

পাকিস্তানে ২৭ বছর আগে গোপালকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়। তাকে যাবজ্জীবন কারাদ- দেওয়া হয়। চলতি বছরের শেষে গোপালের সাজার মেয়াদ শেষে তাকে মুক্তি দেওয়ার কথা ছিল।

ভারত ফিরে যেতে পাকিস্তান সরকার আত্তারি সীমান্ত পর্যন্ত গোপালকে পৌঁছে দেবে বলে অমৃতসরের ডেপুটি কমিশনার কাহান সিং পান্নু জানান।

চির প্রতিদ্বন্দী প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানের মধ্যে ক্রিকেট বিশ্বকাপের কোর্য়াটার ফাইনালে মোহালিতে ভারতের প্রধানমন্ত্রী মনোমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির এক সঙ্গে মাঠে বসে খেলা দেখার সফলতা হিসেবে বিবেচনা করা হচ্ছে গোপালের মুক্তিকে।

বাংলাদেশ সময়: ১৪১৫, এপ্রিল ০৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।