রোম: ভূমধ্যসাগরে ৩০০ জন শরণার্থী নিয়ে বুধবারের নৌকাডুবিতে নিখোঁজদের মধ্যে বাংলাদেশিও রয়েছেন। এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসী সংগঠন (আইওএম)।
আইওএম জানায়, শরণার্থীদের মধ্যে বাংলাদেশ, সাদ, আইভরি কোস্ট, নাইজেরিয়া, সোমালিয়া এবং সুদানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে ৪০ জন নারী ও ৫টি শিশুও রয়েছে।
ইতালির কোস্টগার্ড জানায়, হেলিকপ্টারের সাহায্যে ৪৮ জনকে জীবিত এবং ১৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে পালিয়ে যাওয়ার পথে বুধবার রাতে ঝড়ো আবহাওয়ার কবলে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
কোস্টগার্ড একটি বিবৃতিতে জানায়, ইতালির লামপেদুসা দ্বীপ থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নৌকাটি দুর্ঘটায় পড়ে। বিবৃতিতে বলা হয়, ধারণা করা হচ্ছে, নৌকাটি তিউনিসিয়া থেকে ইতালির পথে যাচ্ছিল।
প্রতিকূল আবহাওয়া এবং অন্ধকারের জন্য উদ্ধারকাজ বিঘিœত হচ্ছে। তবে সমস্যা থাকা সত্ত্বেও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও বিবৃতিতে জানানো হয়।
ইতালির সংবাদ সংস্থা এএনএসএ জানিয়েছে, কোস্টগার্ডের তিনটি নৌকা, একটি মাছ ধরার নৌকা, দুটি বিমান এবং একটি হেলিকপ্টার নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার অভিযানে নামানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১