দোহা: ইয়েমেনে রাজনৈতিক সংকট দূর করার লক্ষ্যে মধ্যস্থতাকারী উপসাগরীয় দেশগুলো প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালেহর পদত্যাগ চায়। বৃহস্পতিবার কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম আল-থানি এ কথা বলেন।
আল-থানি বলেন, ‘উপসাগরীয় সহায়তা পরিষদের (জিসিসি) সদস্য দেশগুলো ইয়েমেনি প্রেসিডেন্টের পদত্যাগের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। ’ বার্তা সংস্থা কিউএনএ এ খবর প্রকাশ করে।
গত রোববার জিসিসির পররাষ্ট্রমন্ত্রীরা ইয়েমেনের বর্তমান সংকট পরিস্থিতি থেকে দেশটিকে বের করে আনার লক্ষ্যে সরকার ও বিরোধীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন।
কাতারের দৈনিক আলআরব জানায়, উপসাগরীয় দেশগুলোর এ প্রস্তাব ইয়েমেনি রাজনৈতিক দলগুলোর কাছে উপস্থিত করা হয়েছে। প্রস্তাবে সালেহকে পদত্যাগ করে একটি অন্তর্বর্তী সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে। অন্তর্বর্তী সরকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আদিবাসী ব্যক্তিত্বের সময়ন্বয়ে গঠিত হতে হবে।
সরকার ও বিরোধী উভয়পক্ষকে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসার জানানো হয়েছে। আলোচনার কোনো দিনক্ষণ এখনো প্রকাশ করা হয়নি।
ইয়েমেনের চিকিৎসকদের মতে, গত জানুয়ারির শেষের দিকে শুরু হওয়া দেশজুড়ে সরকার বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ১২৫ জন লোক নিহত হয়েছে। বিক্ষোভকারীরা সালেহর পদত্যাগ চায়। ১৯৭৮ সাল থেকে তিনি দেশটির ক্ষমতা আঁকড়ে আছেন।
বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১১