ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে ১২ শিশু নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
ব্রাজিলের স্কুলে বন্দুকধারীর গুলিতে ১২ শিশু নিহত

রিও ডি জেনিরো: ব্রাজিলের রিও ডি জেনিরো শহরের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে কমপক্ষে ১২টি শিশু নিহত হয়েছে। ওই বন্দুকধারীও নিহত হয়েছে, তবে সে আত্মহত্যা করেছে না পুলিশের গুলিতে নিহত হয়েছে তা নিশ্চিত নয়।

খবর বিবিসি ও এপির।

পুলিশ জানায়, ওই বন্দুকধারী দু’টি রিভলবার নিয়ে স্কুলে প্রবেশ করে এলোপাতারি গুলি করতে থাকলে শিশুসহ আরো কমপক্ষে ২০ জন আহত হয়। নিহত ও আহত শিশুদের সবাই ১০ থেকে ১৫ বছর বয়সী।     
    
পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ২৩ বছর বয়সী এক তরুণ এবং ওই স্কুলের সাবেক ছাত্র। তবে কী উদ্দেশ্যে  সে একাজ করল তা জানা যায় নি।

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ কান্না জড়িত কন্ঠে এই হত্যাকা-ের নিন্দা জানিয়েছেন। ব্রাজিলে এ ধরনের ঘটনা এটাই প্রথম।  

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমাঞ্চলীয় রিয়ালেঙ্গো অঞ্চলের এসকোলা পৌরসভার তাসো দা সিলভেইরা স্কুলে ওই হত্যাকা- সংগঠিত হয়।

কর্মকর্তারা বলেন, ওয়েলিংটন মেনেজেস দি অলিভেরা নামের ওই হত্যাকারী স্কুলের শুরুতে বাচ্চাদের পড়াতে এসেছেন বলে স্কুলে প্রবেশ করেন। এরপর শ্রেণীকক্ষে ঢুকে বাচ্চাদের লক্ষ্য করে এলোপাতারি গুলি করা শুরু করেন।

শিক্ষকরা অন্য শ্রেণীকক্ষগুলোর দরজা বন্ধ করে দেন। এ সময় বাচ্চারা বেঞ্চের নিচে লুকায়। কিছু আহত বাচ্চা পালিয়ে গিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।  

মিলিটারি পুলিশ সার্জেন্ট মারসিও আলভেস স্থানীয় গণমাধ্যম ‘ও গ্লোবকে’ বলেন, ‘আমি যখন স্কুলে পৌঁছাই তখনো গোলাগুলি চলছিলো। তারপর পুলিশ বাধা দিলে তাকে একটি গুলি লাগে এবং সে  মেঝেতে লুটিয়ে পড়ে। ’
 
বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।