ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফেসবুকে দাম্পত্য কলহ, স্ত্রী দণ্ডিত!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
ফেসবুকে দাম্পত্য কলহ, স্ত্রী দণ্ডিত!

ঢাকা: স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে ছাড়াছাড়ির সিদ্ধান্ত নিয়ে সে খবর ফেসবুকে দেওয়ায় দণ্ডিত হয়েছেন অস্ট্রেলিয়ার এক নারী। স্বামীকে ‘পারিবারিক সহিংসতায়’ অভিযুক্ত করে তার ‘মানহানি করায়’ আদালত ওই নারীকে ১২ হাজার ৫০০ ডলার অর্থদণ্ড দেন।



গত মাসের ওই ফেসবুক পোস্টের জের ধরে দায়ের করা মামলায় আদালত এই দণ্ড দিলেন।

সংবাদ মাধ্যমগুলো জানায়, ওই ফেসবুক পোস্টে লেখা হয়েছিল, ‘দীর্ঘ ১৮ বছর পারিবারিক সহিংসতা ও নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত রবিন গ্রিউ’র (স্বামী) সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে মিরো দেবরোস্কির (স্ত্রী)’।

জানা যায়, সিডনির ওই যুগলের ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর এই স্ট্যাটাসে ক্ষুব্ধ হয়ে রবিন মামলা দায়ের করেন। পরে বেশ কয়েক দফায় শুনানি করে ওয়েস্ট অস্ট্রেলিয়া জেলা আদালতের বিচারক মিরোর বিরুদ্ধে রবিনের মানহানির প্রমাণ পান।

রবিনের অভিযোগে খানিক ‘খুঁত’ থাকলেও যেহেতু কারও অনুপস্থিতিতে সংঘটিত ‘পারিবারিক সহিংসতার’ দায় কেবল তার ওপরই চাপানো হয়েছে- সেই দৃষ্টিকোণ বিবেচনায় মিরোকেই অর্থদণ্ড দেন আদালত।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।