ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যা, শেষকৃত্যে হাজারও অশ্রুসিক্ত জনতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫
অস্ট্রেলিয়ায় ৮ শিশু হত্যা, শেষকৃত্যে হাজারও অশ্রুসিক্ত জনতা

ঢাকা: হাজারও মানুষ সমেবেত হয়েছিলেন অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলের শহর কোয়ার্নসে। কারো হাতে ফুল, কারো হাতে ঘৃণা বা সমবেদনার প্লাকার্ড।

তবে সকলেই  অশ্রসিক্ত। সিক্ত নয়নে শহরবাসী শ্রদ্ধা আর ভালবাসা জানাচ্ছে তাদের প্রয়াত সন্তানদের।

গত ১৯ ডিসেম্বরে এ কোয়ার্নস এলাকাই  সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়ার এক নিকৃষ্টতম অধ্যায়ের। সে দিন দুর্বৃত্তদের হাতে প্রাণ হারায় এই শহরের ৮ শিশু। যাদের বয়স ছিল মাত্র দেড় বছর থেকে ১৪ বছরের মধ্যে। নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয় তাদের প্রত্যেককে। শনিবার তাদের শেষকৃত্যেই এই শোকাবহ মানুষের গণজমায়েত।

এই আয়োজনকে সেখানকার বাসিন্দারা তাদের ভাষাই বলছে ‘কেরিবা ওমাস্কা’ যার অর্থ আমাদের সন্তানদের জন্য। সকল মা যেন আজ তারই সন্তান আর সকল শিশুরা যেন তাদের ভাইবোনকে হারানোর বেদনায় কাতর।

৫ হাজারেরও বেশি মানুষ এ শেষকৃত্যে স্থানীয় কনভেনশন সেন্টারে জমা হন। সমবেতভাবে নিহত শিশুগুলোর জন্য স্রষ্টার কাছে প্রার্থনা জানান তারা।  

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবোট তার বিবৃতিতে দিনটিকে দুঃখজনক ও অবর্ণনীয় বলে উল্লেখ করেন।
 
বাংলাদেশ সময়: ২২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।