কায়রো: মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারকসহ প্রাক্তন সরকারের সব কর্মকর্তাদের বিচারের দাবিতে রাস্তায় মিছিল বের করার পরিকল্পনা করছে দেশটির মানবাধিকার ও রাজনৈতিক কর্মীরা। খবর এএফপির।
শুক্রবার জুমার নামাজের পর কয়েক হাজার কর্মী ‘বিচার ও স্বচ্ছতা দিবসে’ রাস্তায় নামবে বলে আশা করা হচ্ছে। হোসনি মোবারকের সরকারের সব কর্মকর্তাকে বিচারের মুখোমুখি ও সংস্কার দাবিতে সামরিক পরিষদকে তারা চাপ দিতে এ আয়োজন করা হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি হোসনি মোবারকের পতনের পর নিয়মিত বিক্ষোভ অনুষ্ঠিত হয়ে আসছে। শুক্রবারের বিক্ষোভ মিছিলে আন্দোলনকারীরা বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংগঠকরা তাদের ফেসবুকে পাতায় জানান, মূল দাবি হচ্ছে মোবারক ও তার পরিবারের সদস্যদের বিচারের মুখোমুখি করা।
বিক্ষোভকারীদের পক্ষে হাতেম আব্বাদি সর্বোচ্চ সামরিক পরিষদের প্রতি অভিযোগ করে বলেন, এই সশস্ত বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল হুসেইন তানতাবির নেতৃত্বে বিপ্লব বিরোধী ষড়যন্ত্র করছে। মোবারকের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন তানতাবি।
আরেক বিক্ষোভকারী শরিফ ওসমান বলেন, তিনি একজন সাবেক বিমান বাহিনীর কর্মকর্তা। তানতাবিকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে তিনি আরো বলেন, সামরিক বাহিনীর স্বচ্ছতার দাবিতে বিমান বাহিনীর কর্মকর্তারা রাস্তায় নামবেন।
সামরিক পরিষদ সতর্ক করে জানায়, বিক্ষোভে কোনো বেসামরিক লোক সেনা পোশাক পরলে তাকে সামরিক আদালতে বিচার মুখোমুখি করা হবে। রাষ্ট্রীয় দৈনিক আল-আহরাম শুক্রবার এ খবর জানায়।
গত ২৫ জানুয়ারি মিশরজুড়ে ছড়িয়ে সরকার বিরোধী বিক্ষোভে রাজধানী কায়রোর তাহরির স্কয়ার গণতন্ত্রের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল।
বেশ কয়েকজন মন্ত্রী ও হোসনি মোবারকের ন্যাশনাল ডেমোক্রাটিক পার্টির সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছে। এরইমধ্যে মোবারকের চিফ অব স্টাফ জাকারিয়া আজমিকে অবৈধ সম্পদ অধিকৃত করার অভিযোগে ১৫ দিনের জন্য আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১