ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে দূষিত দুধ পান করে ৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০১১
চীনে দূষিত দুধ পান করে ৩ শিশুর মৃত্যু

বেইজিং: চীনে দূষিত দুধ পান করে তিনটি শিশু শুক্রবার মারা গেছে। এছাড়া অসুস্থ হয়ে পড়েছে ৩৬ জন, যাদের বেশিরভাগই শিশু।

সরকার ও রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পিংলিয়াংয়ে দুধ পান করে শিশুরা নাইট্রাইট বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে। স্থানীয় সরকার জানিয়েছে, বৃহস্পতিবার শিশুগুলো মারা গেছে।

চীনের খাদ্যশিল্প বিভাগের বিরুদ্ধে এর আগেও সমালোচনার ঝড় ওঠে। ২০০৮ সালে দূষিত দুধ পান করে অন্তত ছয়টি শিশু মারা যায় ও তিন লাখ শিশু অসুস্থ হয়ে পড়ে। সরকার নিয়ন্ত্রকরা এখনো ওই ঘটনার তদন্ত করছে।

রাসায়নিক যৌগ পর্দাথ নাইট্রাইট রং ও মাংস সংরক্ষণ করার কাজে ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ বিভাগের মতে, নাইট্রাইট গ্রহণ করলে বমিভাব, ঝিমভাব, শ্বাস-প্রশ্বাসে সমস্যা, অচেতন হওয়া ও  হৃদরোগ দেখা দেয়।

এ ঘটনায় দুটি দুগ্ধজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে এবং তদন্ত চলছে। গানসু প্রদেশের পিংলিয়াং শহরের স্থানীয় সরকার কর্তৃপক্ষ এ তথ্য জানায়। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, নিহত তিনজনই শিশু। হতাহতদের বেশিভাগেরই বয়স ১৪ বছরের নিচে।

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।