ঢাকা, বৃহস্পতিবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৭ আগস্ট ২০২৫, ১২ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সত্যিকারের আন্দোলন শুরু হলো: অনশন ভাঙলেন আনা হাজারে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৫, এপ্রিল ৯, ২০১১
সত্যিকারের আন্দোলন শুরু হলো: অনশন ভাঙলেন আনা হাজারে

 নয়াদিল্লি: অবশেষে সামাজিক আন্দোলনের নেতা আনা হাজারে তার অনশন ভেঙেছেন।

জন্তর মন্তরে হাজারে তার সমর্থকদের উদ্দেশ্যে শনিবার বলেন, ‘আমাদের সত্যিকারের আন্দোলন শুরু হলো’।



তিনি বলেন,‘এটি আমাদের ত্যাগের বিজয়’।

দুর্নীতি নিয়ন্ত্রণে সরকারে আইন প্রণয়নের দাবিতে গত ৫ এপ্রিল থেকে অনশন শুরু করেন ৭২ বছরের প্রবীণ বর্ষীয়ান নেতা আনা হাজারে। ।

আনা হাজারের দাবির মুখে সরকার তার বেশির ভাগ দাবি মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন।

 
বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।