রাওয়ালপিন্ডি: পাকিস্তানের একটি আদালত শনিবার দেশটির সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে গ্রেপ্তার করার তাগাদা দিয়েছেন। খবর দৈনিক ডনের।
মোশাররফ এ মুহূর্তে স্বেচ্ছানির্বাসনে লন্ডনে বসবাস করছেন। ২০০৭ সালে দেশটির সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় পলাতক রয়েছেন। কৌঁসুলিরা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, তিনি বেনজির ভুট্টোকে যথেষ্ট নিরাপত্তা দেননি। গত ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
শনিবার শুনানির পর সরকারি কৌঁসুলি চৌধুরি জুলফিকার আলি বলেন, ‘বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য আদালত বাদীপক্ষকে পারভেজ মোশাররফের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আদেশ দেন। ’
জুলফিকার আলি বলেন, ‘ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চিঠিসহ সরকারের প্রতিনিধিকে আদালতে উপস্থিত করেছি। ব্রিটেনে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রক্রিয়াধীন রয়েছে। ’ পরবর্তী শুনানির দানি ২৩ এপ্রিল ধার্য করা হয়েছে।
গত মঙ্গরবার ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসলামাবাদ সফর করে গেছেন। সফরকালে তিনি বলেন, পাকিস্তানের যে কোনো গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে ব্রিটেন দেখভাল করবে। তবে পাকিস্তানের কাছে কোনো ব্যক্তিকে হস্তান্তরের চুক্তি না থাকার ব্যাপারটি তিনি উল্লেখ করেন।
সামরিক শাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে নির্বাচনের আগে তার রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যায় ব্যাপক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তবে তার বিরুদ্ধে অভিযোগ কী তা পরিষ্কার নয়।
বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১