ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বাহরাইনে নেতৃস্থানীয় মানবাধিকারকর্মী আল-খাওয়াজা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০১১

মানামা: বাহরাইনে নিরাপত্তা বাহিনী দেশটির প্রথম সারির একজন মানবাধিকার কর্র্মীকে গ্রেপ্তার করেছে এবং পিটিয়েছে। তার মেয়ে মরিয়াম খাওয়াজা এ কথা জানিয়েছেন।

খবর বিবিসির।

আব্দুল হাদী আল-খাওয়াজা নামের ওই মানবাধিকার কর্মীকে মধ্যরাতে তার দুইজামাতা সহ গ্রেপ্তার করা হয়।

বাহরাইন সরকার দেশটিতে চলমান অস্থিতিশীলতায় ইন্ধন দেওয়া, শিয়া ও সুন্নি সম্প্রদায়কে বিভক্ত করার দায়ে তাদেরকে অভিযুক্ত করে।

আল খাওয়াজার মেয়ে জানান, শনিবার খুব সকালে ২০ জনেরও বেশি সশস্ত্র ও মুখোশ পরিহিত পুলিশ তাদের এ্যাপার্টমেন্টের দরজা ভেঙে ফেলে তার বাবাকে আক্রমণ করতে আসে।

মরিয়াম জানান, তার বাবা তাদের সঙ্গে যেতে চাইলেও তাকে বেধড়ক পিটিয়ে অজ্ঞান করে ফেলা হয়। তিনি জানান, তাকে কেন আটক করা হলো, কোথায় আছে এবং কতদিন আটকে রাখা হবে সে ব্যাপারে পরিবারকে কিছুই জানানো জানানো হয়নি।

আল-খাওয়াজাকে এর আগেও সরকার বিভিন্ন সময়ে দমন নির্যাতন চালিয়েছে। অনেকের মতে, তিনি শ্রদ্ধাভাজন মানবাধিকার কর্মী, কারো কারো মতে তিনি খুবই বিপদজনক গণতন্ত্রপন্থী একজন শিয়া, যিনি দেশটির ২০০বছরেরও বেশি সময় ধরে চলা সুন্নি রাজতন্ত্রের অবসান চান।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।