কায়রো: আবারও উত্তপ্ত হয়ে উঠছে মিশর। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিচারের দাবিতে শনিবার তাহরির স্কয়ারে বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ কমপক্ষে ৪০ জন বিক্ষোভকারীকে আটক করেছে।
বিক্ষোভ মিছিলে কয়েক হাজার বিক্ষোভকারী অংশ নেয়। নিরাপত্তাবাহিনীর সদস্যরা বিক্ষোভকারীদের ওপর হামলা চালালে দুই দলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত দুইজন নিহত এবং ১৮ জন আহত হয়।
আটক বিক্ষোভকরীদের ৮ জনের পরনে সেনা কর্মকর্তার পোশাক ছিল। বার্তা সংস্থাটি জানায়, তারা ভুয়া সেনা কর্মকর্তা। আটক ব্যক্তিদের মধ্যে তিনজন বিদেশীও রয়েছে।
শনিবারের বিক্ষোভে বিক্ষোভকারীরা কাক্সিক্ষত সংস্কার অর্জনের প্রতিজ্ঞা করে। প্রতিশ্রুতি অনুযায়ী সেনাবাহিনীকে রাষ্ট্রের ক্ষমতা বেসামরিক সরকারের কাছে হস্তান্তর করতে হবে।
এদিকে, সামরিক বাহিনী শনিবার সকালে একটি বিবৃতিতে জানায়, দেশের পরিস্থিতি শান্ত রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১