আবিদজান: আইভরি কোস্টে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারার আবিদজানের গলফ হোটেলে শনিবার মর্টারসহ আগ্নেয়াস্ত্র হামলা চালিয়েছে লরাঁ বাগবোর বাহিনী। জাতিসংঘের মুখপাত্র ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানান।
ওয়াত্তারা এই হোটেল থেকে তার গঠিত সরকার পরিচালনা করছেন। স্থানীয় সময় বিকেল ৫টার দিকে বাগবো বাহিনী হোটেলটিতে হামলা চালায়।
বাগবো বাহিনী হামলা চালানোর পর ব্রিটিশ দূতাবাসের কর্মকর্তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়।
জাতিসংঘের হামাদুন টুরে বলেন, ‘গলফ হোটেলে মর্টার হামলা চালানো হয়েছে। ’ আবিদজানের দক্ষিণাঞ্চলের একটি হ্রদ থেকে এ হামলা চালানো হয় বলেও তিনি জানান।
এদিকে, ওয়াত্তারার সরকারি বাহিনী বার্তাসংস্থা এএফপিকে জানায়, তারা বাগবোর বাহিনীকে পিছু হটানোর চেষ্টা করছে৷
হোটেলের একজন বাসিন্দা বলেন, বাগবো বাহিনী চারদিক থেকে তাদের ওপর হামলা চালিয়েছে।
গত বছর নভেম্বরে আইভরি কোস্টে অনুষ্ঠিত নির্বাচনে ওয়াত্তারার কাছে হেরে যাওয়ার পরও ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকৃত জানান বাগবো। জোর করে ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট জেনালের লরাঁ বাগবো এবং নির্বাচিত ও পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট অ্যালাসান ওয়াত্তারার মধ্যকার দ্বন্দ্বে দেশটিতে সৃষ্ট সাম্প্রতিক রাজনৈতিক অচলতাবস্থা জাতিগত সংঘাত ছড়িয়ে পড়ছে।
বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১