লিমা: পেরুর জনগণ তাদের নতুন প্রেসিডেন্ট নির্বাচন করতে রোববার ভোট দিচ্ছে। দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে মোট ৫ জন প্রতিদ্বন্দ্বী জয়ের জন্য লড়াই করছেন।
স্থানীয় সময় রোববার সকালে দেশব্যাপী ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনী দৌড়ে এগিয়ে রয়েছেন সাবেক সেনা কর্মকর্তা বামপন্থী ওয়ান্তা হুমালা। তবে তিনি ৫০ শতাংশের বেশি ভোটে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবেন না বলে ধারণা করা হচ্ছে।
নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট আলবার্তো ফুজিমোরির মেয়ে কিকো অংশ নিচ্ছেন। অন্য প্রার্থীদের মধ্যে সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদো, সাবেক প্রধানমন্ত্রী পেদ্রো পাবলো কুচজিনস্কি ও রাজধানী লিমার সাবেক মেয়র লুইস কাস্তেনেদা রয়েছেন।
সদ্য বিদায়ী প্রেসিডেন্ট অ্যালান গার্সিয়া এবারের নির্বাচনে অংশ নেননি। তার দল আপরা নির্বাচনে কোনো প্রার্থী দেয়নি।
নির্বাচনী প্রচারণায় দেশের দরিদ্রতা নিয়ন্ত্রণ এবং অর্থনীতির বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১