ত্রিপোলি: লিবিয়ার রক্তপাত বন্ধের লক্ষ্যে আফ্রিকান ইউনিয়নের (এইউ) একটি বিশেষ কমিটি রোববার দেশটির সরকারের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে। এরপর তারা বেনগাজিতে বিদ্রোহীদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এরই মধ্যে এইউ নেতারা মৌরিতানিয়া থেকে লিবিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। দেশটির সরকার এ তথ্য জানিয়েছেন।
এইউ-এর বিশেষ কমিটিতে মৌরিতানিয়া, কঙ্গো, মালি, উগান্ডা ও দক্ষিণ আফ্রিকার নেতারা রয়েছেন। মৌরিতানিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ উলদ আবদেল আজিজ রোববার বলেন, ‘বৈঠকে আমরা লিবিয়ার সংকট সমাধানের ব্যাপারে কথা বলব। আমাদের প্রধান লক্ষ্যই হচ্ছে লিবিয়ায় সামরিক অভিযান বন্ধ করা। আর লিবিয়ার ভাইদের মধ্য বিদ্যমান সমস্যা সমাধানে যথেষ্ট পদক্ষেপ নেওয়া। ’ তবে গাদ্দাফি-বিরোধীরা এইউ-এর এ উদ্যোগে আশাবাদী নয়।
লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি আফ্রিকান ইউনিয়নের একজন জোর সমর্থক। ইউনিয়নের শান্তি ও প্রতিরক্ষা পরিষদের ১৫ সদস্যের মধ্যে লিবিয়াও রয়েছে।
সরকারপন্থী বাহিনীর কাছে বেশ কয়েকবার পিছিয়ে পড়ে আজদাবিয়া শহরের দখল নিয়ে লিবিয়ার বিদ্রোহী নতুন করে আশান্বিত হয়েছে। আজদাবিয়ার দখল নিয়ে শনিবার টানা তিন ঘণ্টার লড়াই চলে। প্রত্যক্ষদর্শীরা এ তথ্য জানায়।
শনিবার ন্যাটো একটি বিবৃতিতে জানায়, সংস্থাটির যুদ্ধবিমান দিয়ে ত্রিপোলির পূর্বে গাদ্দাফিপন্থী বাহিনীর গোলাবারুদেরু আস্তানায় হামলা চালানো হয়। ন্যাটো মিসরাতা ও আজদাবিয়া শহরেও হামলা চালিয়েছে বলে জানায় তারা।
বিরোধীদের মুখপাত্র শামসিদ্দিন আব্দুলমোল্লাহ সিএনএনকে বলেন, বিদ্রোহীরা তোবরুক থেকে দুটি হেলিকপ্টারে করে আজদাবিয়ার লড়াইয়ে অংশ নিতে গেছে।
লিবিয়ার ওপর নো ফ্লাই জোন আরোপ ও বেসামরিক নাগরিক রক্ষার লক্ষ্যে জাতিসংঘের একটি প্রস্তাব অনুসারে ন্যাটো লিবিয়ায় সামরিক অভিযান পরিচালনা করছে।
জাতিসংঘ জানিয়েছে, সংস্থাটির মহাসচিব বান কি মুন আগামী বৃহস্পতিবার কায়রো যাবেন। আরব লীগের সদর দপ্তরে অনুষ্ঠেয় এক বৈঠকে তিনি নেবেন। সঙ্গে থাকবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রধান ক্যাথেরিন অ্যাশটন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১