ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ধনীদের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত ওবামার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
ধনীদের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত ওবামার বারাক ওবামা

ঢাকা: মধ্যবিত্তের সাহায্যে ধনীদের ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার জাতির উদ্দেশে দেওয়া বার্ষিক ভাষণে এ বিষয়ে একটি রূপরেখা তুলে ধরবেন ওবামা।

মধ্যবিত্তদের মধ্যে ‘ট্যাক্স ক্রেডিট’ এর সংখ্যা বৃদ্ধি করতেই এমন সিদ্ধান্ত নিয়েছে ওবামা।

হাফিংটন পোস্টের খবরে বলা হয়, যেসব দম্পতিরা বার্ষিক ৫ লাখ মার্কিন ডলারের বেশি আয় করেন তাদের কর ২৭ দশমিক ৮ শতাংশ থেকে বৃদ্ধি করে ২৮ শতাংশ করা হবে।

এছাড়া বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপরও নতুন করে করারোপ করার পরিকল্পনা রয়েছে ওবামা প্রশাসনের। ৫০ বিলিয়ন বা তার বেশি মার্কিন ডলার সমপরিমাণ সম্পদ আছে এমন ১০০টি ব্যাংক এই করের আওতায় পড়বে।

মধ্যবিত্তেদের নানা সুযোগ-সুবিধার আওতায় আনতেই ওবামার এমন পরিকল্পনা। যেমন: চাইল্ড ট্যাক্স ক্রেডিটস তিনগুণ করা,  স্বল্প আয়ের পরিবারকে সাহায্য করা এবং অবসরপ্রাপ্তদের জন্য অতিরিক্ত ইনসেনটিভ জমা রাখা।

বলা হচ্ছে, ওবামার এমন সিদ্ধান্তের কারণে ১ কোটি ৩০ লাখ স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।