নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সিডনি লুমেট শনিবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
তার নিউইয়র্কভিত্তিক চলচ্চিত্রগুলো ধ্রুপদির মর্যাদা পেয়েছে। বেশ কিছুদিন ধরে তিনি লিম্ফোমা ক্যান্সারে ভুগছিলেন। নিউইয়র্কের ম্যানহাটনের বাড়িতেই তার মৃত্যু হয়।
বার্তাসংস্থা রয়টার্স জানায়, লুমেট তার দীর্ঘ কর্ম জীবনে ৪০টিরও বেশি চলচ্চিত্র পরিচালনা করেন। খ্যাতিমান এই পরিচালকের ছবিগুলো ৫০ বার অস্কারের জন্য মনোনীত হয়।
নিউইয়র্কের ইডডিস থিয়েটারে প্রথমবারের মতো সিডনি অভিনেতা হিসেবে যোগ দেন। পরবর্তীতে ১৯৫০ সালে তিনি চলচ্চিত্র পরিচালনায় আসেন। সিডনি পরিচালিত প্রথম ছবি ‘১২ অ্যাঙগরি ম্যান’ একাধিক অস্কারের জন্য মনোনীত হয়।
অভিনেতা এবং পরিচালকদের শ্রদ্ধা এবং ভালোবাসায় সিক্ত সিডনি তার সৃষ্টির মাধ্যমে সবার কাছে অনুকরণীয় হয়ে উঠেছিলেন।
নিউইয়র্ক টাইমস সিডনির উদ্ধৃতি দিয়ে জানায়, ‘সবার লক্ষ্য যখন বিনোদনধর্মী ছবি তখন আমি আরও একধাপ এগিয়ে থাকতে বিশ্বাস করি। ’ সিডনির পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে ডগ ডে আফটারনুন, নেটওয়ার্ক ও সের্পিকো।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১