লন্ডন: সাড়া জাগানো ভিন্নধারার গণমাধ্যম উইকিলিকসের তথ্য ফাঁসের ফলে ভারতে ইতিবাচক প্রভাব পড়েছে। বিশেষ করে, মার্কিন কূটনৈতিক দলিল প্রকাশের পর দেশটিতে চলমান দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার হয়েছে।
একটি উন্মুক্ত বিতর্ক অনুষ্ঠানে অ্যাসাঞ্জকে উইকিলিকসের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা ক্রমেই সরাসরি আমাদের সমর্থন পেয়েছি। আপনারা প্রতি সপ্তাহে অর্থ দিয়ে আমাদের সমর্থন করেছেন। আপনি বিশ্বাস করেন আমাদের কাজ অর্থপূর্ণ, তাই এগিয়ে এসেছেন। আপনি যদি মনে করেন আমরা ভুল করেছি, আমাদের সমর্থন করবেন না। আর আপনি যদি বিশ্বাস করেন, আমাদের কাজ রক্ষা করা দরকার আমাদের শক্তিশালী করুন। ’
সুইডেনে অ্যাসাঞ্জের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে। এ অভিযোগের বিরুদ্ধে তিনি লন্ডনের আদালতে লড়ছেন। গত বছর ডিসেম্বরে তাকে গ্রেপ্তার করে ব্রিটিশ পুলিশ।
নিউ স্টেটসম্যান ও ফ্রন্টলাইন ক্লাব আয়োজিত উন্মুক্ত আলোচনায় প্রায় ৭০০ শ্রোতা উপস্থিত ছিল। এখানে অ্যাসাঞ্জ বলেন, একটি গণতান্ত্রিক ব্যবস্থায় এই তথ্য ফাঁস দরকার ছিল। কারণ এর মাধ্যমেই আমরা জানতে পেরেছি তথ্য গোপন রাখা কোনো বৈধ কারণ না কি এতে অন্য কারণ ছিল।
সম্প্রতি ভারতের দ্য হিন্দু দৈনিক কয়েক সপ্তাহ ধরে মার্কিন কূটনৈতিক প্রকাশ করেছে। এ সম্পর্কে অ্যাসাঞ্জ বলেন, ভারতের বিরোধী দলের সংসদ ওয়াক আউট করা ও দেশজুড়ে দুর্নীতি বিরোধী আন্দোলন জোরদার হওয়ার পেছনে উইকিলিকসের প্রভাব রয়েছে।
মার্কিন কূটনৈতিক দলিলে বলা হয়, যুক্তরাষ্ট্র-ভারত পরমাণু চুক্তির পক্ষে ক্ষমতাসীন ইউপিএ সরকার সংসদ সদস্যদের সমর্থন নিতে তাদের ঘুষ দিয়েছে। এতে বিরোধী দলগুলোসহ মানুষ বিক্ষুব্ধ হয়ে ওঠে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১১